আন্তর্জাতিক

ন্যাশনাল গার্ড মোতায়েনের বিরুদ্ধে উত্তাল ওয়াশিংটন

আন্তর্জাতিক ডেস্ক

আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড মোতায়েনের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন স্থানীয়রা।

শনিবার (০৬ সেপ্টেম্বর) হাজার হাজার বিক্ষোভকারী আমেরিকা, ইউক্রেন ও প্যালেস্টাইন পতাকা হাতে এই মিছিল করেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গেল মাসে রাজধানীতে প্রায় ২ হাজার ন্যাশনাল গার্ড সেনা মোতায়েন করেন প্রেসিডেন্ট ট্রাম্প। একই সঙ্গে, ‘তিনি অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডিকে মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্টের তদারকি দেওয়ার নির্দেশ দেন।

হোয়াইট হাউস সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্থানীয় কর্তৃপক্ষ জনশৃঙ্খলা ও নিরাপত্তা নিয়ন্ত্রণ করতে পারছে না। অন্যদিকে সেখানকার বিচার বিভাগ জানিয়েছে, ২০২৪ সালে ওয়াশিংটনে অপরাধ ৩০ বছরের মধ্যে সবচেয়ে কম হয়েছে।  

এ সম্পর্কিত আরও পড়ুন #ওয়াশিংটন #বিক্ষোভ