আন্তর্জাতিক

থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল

আন্তর্জাতিক ডেস্ক

থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন ভূমজাইথাই পার্টির সভাপতি আনুতিন চার্নভিরাকুলশুক্রবার (৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত পার্লামেন্টে ভোটাভুটিতে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন তিনি। দীর্ঘ রাজনৈতিক অস্থিরতার পর নতুন নেতৃত্ব পেল থাইল্যান্ড।   

৫৮ বছর বয়সী আনুতিন প্রতিদ্বন্দ্বিতা করেন দেশটির বৃহত্তম রাজনৈতিক দল পিউ থাই পার্টির জ্যেষ্ঠ নেতা চিকাসেম নিতিসিরির বিরুদ্ধে। ভোটের ফলাফলে দেখা যায়, বেশিরভাগ এমপি আনুতিনকে সমর্থন দিয়েছেন।

মোট ৪৯২ আসনের হাউস অব রিপ্রেজেন্টেটিভসে প্রধানমন্ত্রী হতে প্রয়োজন ছিল অন্তত ২৪৭ ভোট। তবে আনুতিন পান ৩১১ এমপির সমর্থন যা তাকে বিজয় এনে দেয়

এর আগে, গেলো ২৯ আগস্ট নৈতিকতা লঙ্ঘনের অভিযোগে সাংবিধানিক আদালতের রায়ে ক্ষমতাচ্যুত হন সাবেক প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা।  মাত্র এক বছর আগে ইতিহাসের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছিলেন তিনি, তবে ক্ষমতায় টিকে থাকতে ব্যর্থ হন

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন #থাইল্যান্ড #রাজনৈতিক অস্থিরতা