ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি আফগানিস্তানের পূর্বাঞ্চলের ভয়াবহ ভূমিকম্পে গভীর শোক প্রকাশ করেছেন এবং চিকিৎসা সরবরাহসহ মানবিক সহায়তা পাঠানোর প্রস্তাব দিয়েছেন।
সোমবার (০১ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদ সংস্থা আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়েছে, আব্বাস আরাঘচি বলেছেন, ‘এই কঠিন সময়ে আমরা আফগান জনগণ এবং মৃতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। ইসলামিক রিপাবলিক অফ ইরান সম্পূর্ণভাবে প্রস্তুত মানবিক, চিকিৎসা ও ত্রাণ সহায়তা পাঠানোর জন্য।’
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আফগানিস্তানের দৃঢ়সংকল্প মানুষদের পাশে আছে ইরান। আমরা আশা করি আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে এই দুর্যোগ কাটিয়ে ওঠা যাবে এবং ক্ষতিগ্রস্থদের সাহায্য পৌঁছে দেয়া সম্ভব হবে।
উল্লেখ্য, পাকিস্তান সীমান্ত সংলগ্ন আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পার্বত্য প্রদেশ কুনারে আঘাত হেনেছে ভয়াবহ ভূমিকম্প। রোববার (৩১ আগস্ট) রাতে আঘাত হানা এই ভূমিকম্পে নিহতের সংখ্যা ৮০০ জন। এছাড়া আহত হয়েছেন ২,৫০০ জন ।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রোববার (৩১ আগস্ট) রাত ১১টা ৪৭ মিনিটে পাকিস্তান সীমান্তের কাছে পূর্ব আফগানিস্তানে স্থানীয় সময় মধ্যরাতের ঠিক আগে ৬ মাত্রার এ ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র ৮ কিলোমিটার গভীরে। এরপর থেকে অন্তত আরও ১৩ বার ‘আফটার শক’ অনুভূত হয়েছে। সেগুলোর মাত্রা ছিল ৪ দশমিক ৫ থেকে ৫ দশমিক ২-এর মধ্যে।
এসি//