ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থা কাটাতে সরাসরি আলোচনায় বসতে প্রস্তুত বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। শুক্রবার (২৯ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে রুশ বার্তা সংস্থা তাস।
প্রতিবেদনে বলা হয়, মার্কো রুবিও এক বিবৃতিতে বলেন, শান্তিপূর্ণ ও স্থায়ী সমাধান খুঁজে পেতে ওয়াশিংটন সব সময়ই সংলাপের পথ বেছে নিতে চায়। একই সঙ্গে তিনি ইরানকে সতর্ক করে বলেন, দেশটি যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের দিকে না এগোয়। বরং শান্তি ও জনগণের সমৃদ্ধির পথ বেছে নেওয়াই হবে সবচেয়ে ভালো সিদ্ধান্ত।
এ সময় রুবিও উল্লেখ করেন, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য ইতোমধ্যেই ইরানের বিরুদ্ধে জাতিসংঘের পুরোনো নিষেধাজ্ঞা ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে। তিনি বলেন, এ পদক্ষেপ যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রচেষ্টা ব্যাহত করবে না, বরং আলোচনার প্রতি অঙ্গীকারকে আরও দৃঢ় করবে।
এমএ//