ক্যাম্পাস

দাবি আদায়ে ‘কমপ্লিট শাটডাউন’ চালিয়ে যাওয়ার ঘোষণা প্রকৌশল শিক্ষার্থীদের

তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউনকর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রকৌশল শিক্ষার্থীরা। এছাড়া দাবি আদায়ে বিভাগীয় পর্যায়ে প্রকৌশলী সমাবেশজাতীয় প্রকৌশলী সমাবেশকরারও ঘোষণা দিয়েছেন তারা

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কার্যালয় অভিমুখে মিছিল শেষে ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউশনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন প্রকৌশল শিক্ষার্থীরা

শিক্ষার্থীরা বলেন, প্রকৌশল শিক্ষার্থীদের দাবির বিষয়ে উপদেষ্টারা উল্লেখযোগ্য কোনও সিদ্ধান্ত জানায়নি। কমিটির সদস্য শিক্ষার্থীদের মনপুত হয়নি

তারা বলেন, জনদুর্ভোগ এড়িয়ে কর্মসূচি নেয়া হচ্ছে। আর দাবি আদায়ে দেশের সকল ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউন বলবৎ থাকবে।

শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ ও হামলার পরও শিক্ষার্থীদেরকে মব সৃষ্টিকারী হিসেবে ফ্রেমিং করা হচ্ছে। গতকাল শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় ডিএমপি কমিশনার ক্ষমা চাইলেও এখন পর্যন্ত কোন তদন্ত কমিটি গঠন করা হয়নি। কোন পুলিশ সদস্যকে বহিষ্কার বা আটক করা হয়নি যা দুঃখজনক

প্রকৌশলী অধিকার পরিষদের উপদেষ্টা মাহমুদুর রহমান শহিদ বলেন, বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন্স ফ্রেমওয়ার্ক (বিএনকিউএফ) অনুযায়ী ডিপ্লোমা থেকে শুধু চাকরির অভিজ্ঞতার ভিত্তিতে বিএসসির যোগ্যতা অর্জন করা সম্ভব নয়। এটি বৈশ্বিকভাবে স্বীকৃত একটি মানদণ্ড।

শিক্ষার্থীদের ৩ দফা দাবি হলো-

আন্দোলনরত শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো:

১. নবম গ্রেড সহকারী প্রকৌশলী পদে কেবল পরীক্ষার মাধ্যমে নিয়োগ ও ন্যূনতম যোগ্যতা বিএসসি ইঞ্জিনিয়ার করা।

২. দশম গ্রেডে শুধু ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারেন, সেখানে যেন উচ্চ ডিগ্রিধারীরাও আবেদন করতে পারেন, সে ব্যবস্থা করা।

৩. শুধু বিএসসি ইঞ্জিনিয়ারিং যারা সম্পন্ন করবেন, তারাই যেন প্রকৌশলী (ইঞ্জিনিয়ার) লিখতে পারেন, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #কমপ্লিট শাটডাউন