জাতীয়

শিক্ষার্থীদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনায় পুলিশ ক্ষমা চাইবে: উপদেষ্টা

ছবি: সংগৃহীত ফাইল ছবি

আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে যা ঘটেছে তা অনাকাঙ্ক্ষিত। এই ঘটনার জন্য পুলিশের প্রতিনিধি ক্ষমা চাইবেন। বলেছেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান

বুধবার (২৭ আগস্ট) রাতে প্রকৌশল শিক্ষার্থীদের ১১ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান। ফাওজুল কবির বলেন, আলোচনার জন্য সরকারের দরজা সবসময় খোলা। তবে, ‘কথায় কথায় যমুনার দিকে যাত্রা অনভিপ্রেত।’

তিনি আরও জানান, প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারীদের দাবির যৌক্তিকতা যাচাই ও সুপারিশ প্রণয়নের জন্য গঠিত কমিটির বাকি পাঁচ সদস্যকে নিয়ে বৃহস্পতিবার আবারও বৈঠক হবে।

এর আগে দুপুরে ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা শাহবাগে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে যমুনার দিকে অগ্রসর হওয়ার সময় হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের বাধার মুখে তারা পড়েন।

এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া, ধস্তাধস্তি ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস, জলকামান, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ ব্যবহার করে। এতে সাংবাদিকসহ বহু শিক্ষার্থী আহত হন।

অন্যদিকে, সংকট সমাধানে সরকারের গঠন করা কমিটি প্রত্যাখ্যান করে আন্দোলনরত শিক্ষার্থীরা আগের তিন দফা থেকে সরে এসে নতুন পাঁচ দফা দাবি উপস্থাপন করেছেন। বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন।

 

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা #প্রকৌশল শিক্ষার্থী #ফাওজুল কবির খান