দেশজুড়ে

ঋণের চাপে ব্যবসায়ীর আত্মহত্যা, রেখে গেলেন চিরকুট

পিরোজপুরের মঠবাড়িয়ায় অতিরিক্ত ঋণের বোঝা সইতে না পেরে নান্না ফরাজী (৫৫) নামে এক সুপারি ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। বুধবার (২৭ আগস্ট) সকালে কীটনাশক খাওয়ার পর তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মঠবাড়িয়া থানার ওসি (তদন্ত) আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহত নান্না ফরাজী উপজেলার মিরুখালী ইউনিয়নের বাদুরা গ্রামের বাসিন্দা। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যবসায়িক কারণে তিনি বিভিন্ন এনজিও ও ব্যক্তির কাছ থেকে প্রায় দেড় কোটি টাকা ঋণ নিয়েছিলেন। ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।

মৃত্যুর আগে লিখে যাওয়া একটি চিরকুটে তিনি উল্লেখ করেন— ‘আমি নান্না ফরাজী। আমার মৃত্যুর জন্য ফ্যামিলির কোন লোক দায়ী না। আমি মেলা টাকা দেনা, তাই দেওয়ার মতন কোন পথ নাই। তাই দুনিয়া থেকে চলে যাওয়া ছাড়া উপায় নাই। কোন ভাই বন্ধু মাফ করতে পারলে মাফ করবেন।’

তিনি আরও লেখেন, 'দয়া করে আমার লাশ পোস্টমর্টেম করবেন না। এইটুকু এলাকাবাসির কাছে আবদার। আর কোন দাবি নাই।'

ওসি তদন্ত আব্দুল হালিম জানান, ঘটনাটি আত্মহত্যা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। অপমৃত্যুর মামলা রুজু করে হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে পাঠানো হয়েছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #পিরোজপুর #আত্মহত্যা #ঋণ #ঋণের চাপ