অর্থনীতি

আলুর সর্বনিম্ন দাম নির্ধারণ করল সরকার

কৃষকের স্বার্থ রক্ষায় আলুর জন্য ন্যূনতম দাম নির্ধারণ করেছে সরকার। এখন থেকে হিমাগার গেইটে প্রতিকেজি আলুর দাম হবে ২২ টাকা।

বুধবার (২৭ আগস্ট) কৃষি মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, উৎপাদন খরচের তুলনায় কম দামে আলু বিক্রি হওয়ায় চাষিরা ক্ষতির মুখে পড়ছিলেন। এজন্য প্রধান উপদেষ্টার নির্দেশে একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয়, যার সুপারিশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকারের গৃহীত সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে—

১. হিমাগার গেটে আলুর কেজিপ্রতি সর্বনিম্ন মূল্য ২২ টাকা নির্ধারণ করা হয়েছে।

২. সরকারি উদ্যোগে ৫০ হাজার টন আলু ক্রয় ও হিমাগারে সংরক্ষণ করে চলতি বছরের অক্টোবর-নভেম্বর মাসে বিক্রি করা হবে।

৩. আগামী মৌসুমে আলু চাষিদের প্রণোদনা দেওয়া হবে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #আলু #আলুর দাম #আলুর দাম নির্ধারণ