রাজধানী

মায়ের সঙ্গে অভিমানে বিষপানে স্কুলছাত্রীর মৃত্যু

বায়ান্ন প্রতিবেদন

মায়ের সঙ্গে অভিমান করে বিষপানে সামিয়া আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। রোববার (২৪ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে মুগদা থেকে অচেতন অবস্থায় সামিয়া আক্তার (১৫)কে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সামিয়া উত্তর মান্ডার এলাকার আজিজুল হকের মেয়ে এবং মুগদা মাল্টিমিডিয়া স্কুলের দশম শ্রেণির ছাত্রী। তার ভাই সাহিম জানান, ‘আমার বোন একটু রাগী স্বভাবের ছিল। গতরাতে তুচ্ছ একটি বিষয় নিয়ে মা বকুনি দেন। এতে অভিমান করে সামিয়া ইঁদুর মারার বিষপান করে অসুস্থ হয়ে পড়ে। পরে দ্রুত ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার বোন বেঁচে আর নেই।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মিয়া বলেন, নিহত শিক্ষার্থীর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি মুগদা থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #মা #বিষপান #স্কুলছাত্রী