ভারতে অনুপ্রবেশকালে সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে গ্রেপ্তার বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তাকে আদালতে তোলা হয়েছে। রোববার আরিফুজ্জামান নামে ওই পুলিশ কর্মকর্তাকে দক্ষিণ ২৪ পরগনা জেলার বসিরহাট মহাকুমা আদালতে পেশ করা হয়।
বিএসএফ সূত্র বলছে, গতকাল সন্ধ্যায় নিয়মিত টহলের সময় ওই কর্মকর্তাকে সীমান্ত অতিক্রম করার সময় আটক করা হয়। তার কাছ থেকে কাগজপত্র উদ্ধার করা হয়। কাগজপত্র অনুযায়ী তিনি বাংলাদেশ পুলিশের একজন সিনিয়র কর্মকর্তা।
আরিফুজ্জামানের বাড়ি বাংলাদেশের নীলফামারী জেলায়। গতকাল রাতে বিথারী সীমান্তরক্ষীর বাহিনী তাকে আটক করে স্বরূপনগর থানা পুলিশের হাতে তুলে দেয়।
এরপর পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারে- শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশেই আত্মগোপন ছিলেন। জীবন বাচাতে ভারতে অবৈধভাবে প্রবেশ করেন।
এরপর স্বরূপনগর থানা পুলিশের পক্ষ থেকে তাকে গ্রেপ্তার করে রোববার বসিরহাট মহাকুমা আদালতে পেশ করা হয়েছে।
এনএস/