রাজধানী

সাবেক প্রতিমন্ত্রীর বাংলোবাড়ি গুঁড়িয়ে দিল বিআইডব্লিউটিএ

সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের বাংলোবাড়ি উচ্ছেদ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বুধবার (২০ আগস্ট) সকালে রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের কাটুরাইল এলাকায় এ অভিযান চালানো হয়।

এই উচ্ছেদ অভিযান ছিল বিআইডব্লিউটিএ ও ঢাকা জেলা প্রশাসনের যৌথ দুই দিনের বিশেষ উচ্ছেদ কর্মসূচির অংশ। ২০ ও ২১ আগস্ট চলমান এই অভিযানে পোস্তগোলা সেতু থেকে কাটুরাইল খেয়াঘাট পর্যন্ত নদীর তীর দখলমুক্ত করা হচ্ছে। অভিযানে বিআইডব্লিউটিএ, জেলা প্রশাসন ছাড়াও র‍্যাব, পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার এবং ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা অংশ নেন। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয় এবং নিরাপত্তায় রাখা হয় ব্যাপক আইনশৃঙ্খলা বাহিনী।

কর্তৃপক্ষ জানিয়েছে, হাইকোর্টের নির্দেশ বাস্তবায়নের অংশ হিসেবেই এ উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হচ্ছে। ২০০৯ সালে দায়ের হওয়া এক রিটের রায় অনুযায়ী নদীর জমি দখলমুক্ত করার নির্দেশ দেওয়া হয়। সে ধারাবাহিকতায় নদী তীরবর্তী দখলদারদের অবৈধ স্থাপনা অপসারণে নিয়মিত অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ।

বিআইডব্লিউটিএ জানিয়েছে, সীমানা পিলারের ভেতরে থাকা সব ধরনের অবৈধ স্থাপনা ধাপে ধাপে উচ্ছেদ করা হবে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা প্রস্তুত রাখা হয়েছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #নসরুল হামিদ #সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী #বিআইডব্লিউটিএ