বঙ্গোপসাগরে ট্রলার ডুবির পাঁচ দিন পর অলৌকিকভাবে জীবিত উদ্ধার হয়েছেন চট্টগ্রামের বাঁশখালীর জেলে মোরশেদ (২০)। দীর্ঘ সময় সাগরে ভেসে থাকার পর গুরুতর অসুস্থ অবস্থায় বুধবার (২০ আগস্ট) সকালে তাকে উদ্ধার করে কুয়াকাটায় নিয়ে আসা হয়।
স্থানীয় জেলেদের বরাত দিয়ে জানা গেছে, সকালে পায়রা বন্দর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে মাছ ধরতে গিয়ে ভাসমান অবস্থায় মোরশেদকে দেখতে পান এফবি সাজেদা ট্রলারের মাঝি সোবহান। পরে তাকে আরেকটি ফিশিং ট্রলার এফবি বায়েজিদ-এ হস্তান্তর করা হয়।
এফবি বায়েজিদ-এর মাঝি সিরাজ জানান, সকাল ৯টার দিকে অচেতন অবস্থায় জেলেটিকে তাদের কাছে তুলে দেওয়া হয়। জ্ঞান ফেরার পর মোরশেদ জানান, পাঁচ দিন আগে চট্টগ্রামের বাঁশখালী থেকে ১৯ জন জেলেকে নিয়ে তারা মাছ ধরতে সমুদ্রে পাড়ি দেন। হঠাৎ ট্রলারটি দুর্ঘটনার কবলে পড়ে ডুবে গেলে সবাই সাগরে নিখোঁজ হয়ে যান।
উদ্ধারের পর স্থানীয় জেলেরা তাকে প্রথমে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হয়েছে।
কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুপ্রি দাশ বলেন, দুপুর দেড়টার দিকে অচেতন অবস্থায় মোরশেদকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে কলাপাড়ায় পাঠানো হয়েছে।
এমএ//