আন্তর্জাতিক

আবারও আইএইএ’র সঙ্গে আলোচনায় ফিরছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)-এর সঙ্গে আবারো আলোচনা শুরুর ঘোষণা দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। 

সোমবার (১৮ আগস্ট) আন্তর্জাতিক সংবাদ সংস্থা ইরান ইন্টারন্যাশনাল’র প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার তেহরানে সংবাদ সম্মেলনে বাঘাই বলেন, আগামী কয়েক দিনের মধ্যে ইরান ও সংস্থার মধ্যে আরেকটি বৈঠক হবে। তারা অন্যায় নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্তে পদক্ষেপ নিবেন।

এর আগে জুন মাসে ইরানি পার্লামেন্ট ভোট দিয়ে ঘোষণা করেছিলো, আণবিক শক্তি সংস্থা বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। তাদেরকে সহযোগিতা স্থগিত করা হবে। সংবাদ সম্মেলনেবাকায়ী ইউক্রেন যুদ্ধ বন্ধে আলাস্কার অ্যানকারেজে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের বৈঠককে স্বাগত জানান। 

এ সম্পর্কিত আরও পড়ুন #ইসমাইল বাঘাই #ইরান #আইএইএ