গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছে উপত্যকাটির সশস্ত্র সংগঠন হামাস। সোমবার মিশর ও কাতারের মধ্যস্থতাকারীদের বিষয়টি জানিয়েছে সংগঠনটি।
যুদ্ধবিরতিতে হামাস রাজি হয়েছে এমন বার্তা পাওয়ার বিষয়টি টাইমস অফ ইসরাইলকে নিশ্চিত করেছেন ইসরাইলি এক কর্মকর্তা। তব হামাসের এমন বার্তা প্রত্যাখান করে পুরোপুরি গাজা দখলের পরিকল্পনায় অনড় ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, ‘আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি, হামাস ব্যাপক চাপে রয়েছে।’
অন্যদিকে প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ বলেন, ‘হামাস এখন আলোচনায় রাজি হচ্ছে শুধু এই কারণে যে তারা জানে, আমরা গাজা সিটি দখলে অটল।’
সবশেষ ওই যুদ্ধবিরতি প্রস্তাবে ৬০ দিনের জন্য সামরিক অভিযান বন্ধ রাখার কথা বলা হয়েছে। এ ছাড়া, এ সময়ে ইসরাইলি সেনারা অন্যত্র সরে যাবেন; যাতে গাজায় মানবিক সহায়তা ঢুকতে পারে।
প্রস্তাব অনুযায়ী, ওই সময়ের মধ্যে ৫০ ইসরাইলি জিম্মির অর্ধেককে ছেড়ে দেওয়া হবে। বিনিময়ে মুক্তি দেওয়া হবে ফিলিস্তিনি বন্দীদের।
এনএস/