বাংলা চলচ্চিত্রের খ্যাতনামা পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। সম্প্রতি একটি অ্যাপেন্ডিক্স অপারেশন করেছেন। যা সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রায় দু’ঘণ্টা ধরে চলা অস্ত্রোপচার শেষে সবকিছু স্বাভাবিক রয়েছে বলে জানান চিকিৎসকেরা। বর্তমানে ফারুকী পোস্ট-অপারেটিভ কেয়ারে আছেন এবং ধীরে ধীরে সুস্থতার পথে এগোচ্ছেন।
গেল ১৬ আগস্ট কক্সবাজারে সরকারি সফরকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ফারুকী। পরদিন রাতেই তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয়।
রোববার (১৭ আগস্ট) রাতে তিশা তার ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এই তথ্য জানিয়েছেন।
পোস্টে তিশা লিখেছেন, “আজ বিকেলে মেডিকেল বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী তার অ্যাপেন্ডিক্স অপারেশন করা হয়েছে। আলহামদুলিল্লাহ, অপারেশন সফল হয়েছে এবং তিনি এখন সুস্থতার দিকে এগোচ্ছেন।”
তিশা আরও জানান, ফারুকী সবার দোয়ার জন্য কৃতজ্ঞ এবং ভবিষ্যতে তার চিকিৎসার পরবর্তী পদক্ষেপের বিষয়ে জানানো হবে।
তিশা ভক্তদের সতর্ক করে জানান, "বিশ্বাসযোগ্য সূত্র ছাড়া অন্য কোনও তথ্য দেখে বিভ্রান্ত হবেন না।"
এসকে//