ইউক্রেনের খারকিভ শহরে রাশিয়ার ড্রোন হামলায় শিশুসহ নিহত হয়েছেন ৭ জন। আহত হয়েছেন ২০ জন।
সোমবার ইউক্রেনের মেয়র অলেহ সিনেহুবভের বরাতে বার্তাসংস্থা রয়টার্স বিষয়টি নিশ্চিত করেছে।
ইউক্রেনের বিমানবাহিনী জানায়, ১৪০টি ড্রোন দিয়ে রাতভর হামলা চালায় রাশিয়া, যা ৪ আগস্টের পর এক রাতে সবচেয়ে বড় ড্রোন হামলা।
খারকিভ রাশিয়ার সীমান্ত ঘেঁষা শহর। যুদ্ধ শুরুর পর রাশিয়ার মিসাইল ও ড্রোন হামলার মূল লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি। বৈঠকের কয়েক ঘণ্টা আগে এই হামলা হলো।
এনএস/