আন্তর্জাতিক

আগামী শুক্রবারেই পুতিন ও জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসতে চান ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আগামী সপ্তাহের প্রথম দিকে ইউক্রেনীয় নেতা ভ্লাদিমির জেলেনস্কি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলন করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (১৭ আগস্ট) অ্যাক্সিওস, সিএনএনসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, সোমবার জেলেনস্কির সাথে ট্রাম্পের ওভাল অফিসের আলোচনা সফল হলে এই বৈঠক হতে পারে এর আগে শুক্রবার আলাস্কার অ্যাঙ্কোরেজে ট্রাম্প পুতিনের সঙ্গে দেখা করেন। ২০২২ সালে ইউক্রেন সংঘাত বৃদ্ধির পর এটি তাদের প্রথম মুখোমুখি সাক্ষাৎ। ট্রাম্প এই বৈঠককে “উষ্ণ” হিসেবে বর্ণনা করেছেন, আর পুতিনের ভাষায় এটি ছিল “স্পষ্ট” ও “সারগর্ভ” আলোচনা।

আলাস্কা বৈঠকের পর ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে ফোনালাপ হয়, যা মিডিয়ায় “সহজ নয়” হিসেবে উল্লেখ করা হয়েছে। আলোচনার সময় ট্রাম্প ইউরোপীয় নেতাদের বলেন, আগামী শুক্রবারের মধ্যে তিনি জেলেনস্কি ও পুতিনের সঙ্গে ত্রিপাক্ষীয় শীর্ষ সম্মেলন করতে চান। অ্যাক্সিওস জানায়, কমপক্ষে একজন ইউরোপীয় নেতা জেলেনস্কির সঙ্গে ওয়াশিংটনের আলোচনায় অংশ নেবেন, যদিও কে তা এখনও নিশ্চিত নয়।

শনিবার ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল নেটওয়ার্কে জেলেনস্কির সঙ্গে ওভাল অফিসের বৈঠক নিশ্চিত করেন এবং পুতিনের সঙ্গে পরবর্তী সম্ভাব্য বৈঠকের কথাও উল্লেখ করেন।

তিনি বলেন, লক্ষ্য করা উচিত এটি একটি অস্থায়ী যুদ্ধবিরতির পরিবর্তে একটি স্থায়ী শান্তি চুক্তি।

রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, একটি স্থায়ী সমাধানের জন্য কিয়েভকে ন্যাটো সদস্যপদ লাভের উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করতে হবে, সামরিকীকরণ বন্ধ করতে হবে এবং আঞ্চলিক বাস্তবতা স্বীকার করতে হবে। এতে ক্রিমিয়া, দোনেৎস্ক, লুগানস্ক, খেরসন ও জাপোরোঝিয়ার মতো রাশিয়ার অংশ অন্তর্ভুক্ত রয়েছে, যেখানে ২০১৪ এবং ২০২২ সালে গণভোটের মাধ্যমে যুক্ত হওয়ার পক্ষে ভোট দেয়া হয়েছিল। জেলেনস্কি এ ধরনের আঞ্চলিক ছাড় প্রত্যাখ্যান করে আসছেন।

ট্রাম্প ফক্স নিউজকে বলেছেন, জেলেনস্কির উচিত “চুক্তি করা” এবং উল্লেখ করেছেন যে পুতিনও এটিই আশা করেন। তিনি ইউরোপকে আরও সক্রিয় ভূমিকা নিতে আহ্বান জানান।

পুতিন জেলেনস্কির সঙ্গে সরাসরি আলোচনার সম্ভাবনা সম্পূর্ণভাবে বাতিল করেননি, তবে এর আগে একটি বৃহত্তর সমাধানে অগ্রগতি হওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেছেন। মস্কো আরও প্রশ্ন তুলেছে যে জেলেনস্কির চুক্তি স্বাক্ষরের কতটা বৈধতা আছে, বিশেষ করে তার রাষ্ট্রপতি মেয়াদ শেষ হওয়া এবং সামরিক আইনের অধীনে নতুন কোনো নির্বাচন না হওয়ার।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #ট্রাম্প #পুতিন #জেলেনস্কি