ক্ষেপণাস্ত্র যুদ্ধ-ক্ষমতা বাড়াতে একটি নতুন বাহিনী গঠনের ঘোষণা দিয়েছে পাকিস্তান। বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
ইসলামাবাদে আয়োজিত এক অনুষ্ঠানে বুধবার (১৩ আগস্ট) গভীর রাতে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ 'আর্মি রকেট ফোর্স' নামে এই বাহিনী গঠনের ঘোষণা দেন। এটি চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিবেশী ভারতের সঙ্গে সমান তালে এগিয়ে যাওয়ার একটি পদক্ষেপ। পাকিস্তানের ৭৮তম স্বাধীনতা দিবসের একদিন আগে এই ঘোষণাটি দেয়া হলো।
পাকিস্তানের প্রধানমন্ত্রী কার্যালয় বিবৃতি দিয়ে জানিয়েছে, সেনাবাহিনীর যুদ্ধ-ক্ষমতা জোরদারে এই বাহিনী মাইলফলক হবে। দেশটির একজন ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, এটি ভারতের জন্যই তৈরি করা হয়েছে ।'