আন্তর্জাতিক

ইতালিতে নৌকাডুবিতে ২৬ অভিবাসীর মৃত্যু, নিখোঁজ বহু

আন্তর্জাতিক ডেস্ক

ভূমধ্যসাগরের ইতালীয় উপকূলে দুটি অভিবাসীবাহী নৌকা ডুবে ২৬ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও বহু মানুষ। গেল বুধবার (১৩ আগস্ট) ইতালির দক্ষিণাঞ্চলীয় লাম্পেদুসা দ্বীপের উপকূলে এ ঘটনা ঘটে।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে, উদ্ধার অভিযান এখনও চলমান এবং নিখোঁজের সংখ্যা বাড়তে পারে। উদ্ধারকর্মীরা এখন পর্যন্ত ৬০ জনকে জীবিত উদ্ধার করেছেন। উদ্ধার হওয়াদের মধ্যে ৫৬ জন পুরুষ এবং ৪ জন নারী। তারা বর্তমানে লাম্পেদুসায় আশ্রয়ে রয়েছেন।

জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, দুর্ঘটনাকবলিত দুটি নৌকায় মোট প্রায় ৯৫ জন যাত্রী ছিলেন। সে অনুযায়ী এখনও ৩৫ জন নিখোঁজ রয়েছেন, যাদের জীবিত থাকার সম্ভাবনা খুবই কম।

আইওএম-এর মুখপাত্র ফ্লাভিও দি জিয়াকোমো জানান, নৌকাগুলো লিবিয়া থেকে ইউরোপগামী অভিবাসীদের বহন করছিল। যাত্রাপথে একটি নৌকায় পানি ঢুকে পড়লে যাত্রীরা আতঙ্কিত হয়ে অপর নৌকায় উঠতে শুরু করেন। পরে খারাপ আবহাওয়ার কারণে সেই নৌকাটিও ডুবে যায়।

ইতালির রেড ক্রস জানিয়েছে, উদ্ধার হওয়া অধিকাংশ যাত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে, তবে গুরুতর আহত চারজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিবাসন ইস্যুতে ইতালির বর্তমান সরকার কঠোর নীতিমালা গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন প্রশাসন মানবপাচার প্রতিরোধে কড়াকড়ি আইন কার্যকর করেছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নিয়েছে।

জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের শুরু থেকে ভূমধ্যসাগরের মধ্যাঞ্চল পাড়ি দিতে গিয়ে এখন পর্যন্ত কমপক্ষে ৬৭৫ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে।

সূত্র : আলজাজিরা

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন #ইতালী #২৬ জনের মৃত্যু #নৌকা ডুবে