অপহরণকারী সন্দেহে ভারতের মেঘালয়ের খাসি হিলস জেলায় এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত আকরাম বাংলাদেশের শেরপুর জেলার ঝিনাইগাতি এলাকার বাসিন্দা।
চিকিৎসাধীন অবস্থায় মেঘালয়ের একটি হাসপাতালে সোমবার মারা যান আকরাম । ভারতের সংবাদমাধ্যম ডেকান হেরাল্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্থানীয় পুলিশ বলছে, গেলো শুক্রবার আকরামসহ ছয় ব্যক্তি রংডাংগি গ্রাম থেকে এক দোকানদারকে অপহরণের চেষ্টা করে। পরে এলাকাবাসী অপহরণকারীদের ধরে বেধড়ক মারপিট করেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলো আকরাম সেখানেই মারা যান।
এ বিষয়ে দক্ষিণ পশ্চিমের খাসি হিলস জেলার পুলিশ সুপার বানরাপ জিরওয়া বলেন, , আটককৃতদের কাছ থেকে একটি রিভলভার, পরিচয়পত্র, তিনটি ওয়্যারলেস সেট এবং একটি ম্যাগাজিন জব্দ করা হয়েছে। তাদের মধ্যে তিনজনকে আদালতে তোলা হয়েছে এবং বাকি দু’জন হাসপাতালে চিকিৎসাধীন।
এনএস/