দেশজুড়ে

ব্যাগের ভেতর থেকে অজ্ঞাত ব্যক্তির খ‌ণ্ডিত মরদেহ উদ্ধার

গাজীপু‌রের টঙ্গীতে একটি ট্রাভেল ব্যাগের মধ্যে অজ্ঞাত এক ব্যক্তির খ‌ণ্ডিত মরদেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে।

শুক্রবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৯টায় স্টেশন রোডের সামনের রাস্তা থেকে ব‌্যাগের ভেতরে থাকা মরদেহ উদ্ধার ক‌রেন পূর্ব থানা পু‌লিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান,  সকালে পথশিশু ব্যাগভর্তী দেখে স্থানীয় দোকানদেরকে ডাক দেয়। পরে ব্যাগগুলো খুলে দেখতে পান এক যুবকের কয়েক টুকরো লাশ। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে এসে পৃথক তিনটি ব্যাগে লাশের খন্ডিত অংশগুলো উদ্ধার করে। ৩টি ব্যাগ ভর্তি অজ্ঞাত পুরুষ মরদেহের শরীরের মাথা, দুইটি হাত, শরীরের পিছনের অংশ, নাড়ি ভুড়ি, বাম পা, বাম পায়ের ঊরুর পৃথক কয়েকটি অংশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়,  ঘটনাস্থলে গিয়ে ব্যাগ খুলে তারা অজ্ঞাত পুরুষ ব্যক্তির খ‌ণ্ডিত মরদেহ দেখতে পায়। ব্যাগটি শেষ রাতের কোনো এক সময় স্টেশন রোড এলাকায় দুর্বৃত্তরা ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে।

ওসি ফরিদুল ইসলাম জানান, অজ্ঞাত মরদেহের পরিচয় শনাক্তের কাজ চলছে। ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।  এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #গাজীপু‌র