আন্তর্জাতিক

পুতিনের সঙ্গে উইটকফের হাই প্রোফাইল বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। বুধবার ক্রেমলিনে তাদের মধ্যে এই বৈঠক হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম রয়র্টাসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন বৈঠকের শুরুতে তাদের মধ্যে হওয়া করমোদনের একটি ছোট ক্লিপ প্রকাশ করেছে।   

ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে আলোচনা করতে বুধবার রাশিয়ার পৌঁছায় স্টিভ উইটকফ।   

ইউক্রেনে ক্রমাগত রুশ হামলায় নাখোশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েক দিন আগে পুতিনকে যুদ্ধ বন্ধের ১০ থেকে ১২ দিনের আল্টিমেটাম দেন। ওই সময়ে যুদ্ধবিরতিতে না পৌঁছালে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার হুমকি দেন ট্রাম্প। আল্টিমেটাম শেষ হওয়ার দুই দিন আগে পুতিনের সঙ্গে বৈঠক করলেন ট্রাম্পের বিশেষ দূত।

বৈঠকে তাদের মধ্যে কী আলাপ হয়েছে, তা নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ ও রুশ সংবাদসংস্থা দ্য বেল বলছে, ইউক্রেনে বিমান হামলা বন্ধের প্রস্তাব দিতে পারে ক্রেমলিন। এটি এমন একটি ধারণা, যা গেলো সপ্তাহে পুতিনের সঙ্গে বৈঠকের সময় বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো উল্লেখ করেছিলেন।

 

এনএস/   

এ সম্পর্কিত আরও পড়ুন #পুতিন #উইটকফ #ইউক্রেন #যুদ্ধ