রাশিয়া পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। বুধবার রাশিয়া পৌঁছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ প্রতিনিধি কিরিল দিমিত্রিয়েভ সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। রাশিয়ার বার্তা সংস্থা তাস নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ট্রাম্পের বিশেষ দূত উইটকফের সফর বিষয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ বলেন, “আমরা তাঁর সফরকে গুরুত্বপুর্ণ, অর্থবহুল ও খুবই উপকারী হিসেবে বিবেচনা করছি।“
ইউক্রেন যুদ্ধ বন্ধ না করলে গেলো শুক্রবার রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তবে রাশিয়ার বিরুদ্ধে কী ধরনের নিষেধাজ্ঞা দেয়া হবে, এ বিষয়ে হোয়াইট হাউস কোন পরিকল্পনার কথা জানায়নি। তবে এর আগে, রাশিয়ার ব্যবসায়িক অংশীদাদের- ভারত ও চীন- ওপর পরোক্ষ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন।
এনএস/