বিনোদন

সব বলেছি ১৫ জুনেই : অপু

বিনোদন ডেস্ক

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত দু’অভিনেত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর মধ্যকার সম্পর্ক বহুদিন ধরেই টানাপোড়েনপূর্ণ। একসময় পরোক্ষ মন্তব্য আবার কখনো সরাসরি পোস্ট সবকিছু মিলিয়ে তাদের সম্পর্ক অনেকটাই 'দা-কুমড়া' ধরনের। নেটিজেনদের চোখেও এই দ্বন্দ্ব বহুবার উঠে এসেছে আলোচনার শীর্ষে।  তবে সম্প্রতি এ দৃশ্যপট বদলেছে কিছুটা।

সম্প্রতি ঢালিউড তারকা শাকিব খান ও বুবলীকে একসঙ্গে সময় কাটাতে দেখা যায়, যা মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। নানামুখী আলোচনার জন্ম দেয় এই ঘটনা। সাধারণত এমন পরিস্থিতিতে অপু বিশ্বাসও সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হয়ে মতামত জানান। কিন্তু এবার ব্যতিক্রম ঘটান তিনি।

তিনি এই বিষয়ে নীরব থেকেছেন। এমনকি শাকিব–বুবলী প্রসঙ্গ ঘিরে কোনও বিরূপ প্রতিক্রিয়া জানাননি, বরং মন দিয়েছেন নিজের কাজ ও ব্যক্তিগত উদ্যোগে। এ নিয়ে কেউ কেউ তাকে ট্রলও করেছেন, তবে অপু নিজেকে এই বিতর্ক থেকে সরিয়ে রেখে একটি ভিন্ন বার্তা দিয়েছেন তার ভক্ত ও অনুসারীদের।

সম্প্রতি এক অনুষ্ঠান চলাকালীন যখন তাকে সরাসরি প্রশ্ন করা হয় ‘শাকিব-বুবলী’ প্রসঙ্গে, তখন অপু বিশ্বাস অত্যন্ত সংযত ও শালীন ভাষায় উত্তর দেন।  তিনি বলেন,“ব্যক্তিগত সম্পর্কের বাইরেও আমাদের পেশাদার সম্পর্ক আছে। আমরা সবাই কিন্তু পেশাদার শিল্পী। সেই জায়গা থেকেই আমি সবাইকে সম্মান করি।”

এই উত্তর ভক্ত ও উপস্থিত দর্শকদের কাছে প্রশংসিত হয়। অনেকেই এটিকে দেখছেন অপু বিশ্বাসের পরিণত মানসিকতার বহিঃপ্রকাশ হিসেবে।

১৫ জুনের সেই আলোচিত পোস্ট

উল্লেখযোগ্য বিষয় হলো অপু বিশ্বাস এর আগে ১৫ জুন তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছিলেন, যেখানে তিনি তার অবস্থান পরিষ্কার করেন।  সেই স্ট্যাটাসে তিনি লেখেন,“আমি একজন মা, একজন অভিনেত্রী ও একজন উদ্যোক্তা। আমার জীবনে অনেক ব্যস্ততা, দায়িত্ব ও স্বপ্ন রয়েছে। আমি যখন আমার ছেলের সঙ্গে কোনও মুহূর্ত ভাগ করে নিই, তখনই সেটাকে ঘিরে এক ধরনের অপ্রয়োজনীয় প্রতিযোগিতা শুরু হয়ে যায়।”

তিনি আরও লেখেন,“আমার সম্পর্ক, আমার জীবনের প্রতিটি অধ্যায় দর্শকদের চোখের সামনেই কেটেছে। লুকোচুরি কিংবা নাটক করার কিছু নেই। আমার সন্তানকে সময় দিই, তার বাবার সঙ্গে মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করি এটা ওর মানসিক বিকাশ ও শৈশবের স্বাভাবিক অংশ। এতে কেউ অস্বস্তি বোধ করলে সেটা তার ব্যাপার, আমার নয়।”

‘অসুস্থ প্রতিযোগিতা’ থেকে সরে দাঁড়ানো নিয়ে পোস্ট 

স্ট্যাটাসের এক পর্যায়ে অপু বিশ্বাস লিখেন, আমি অনেক দিন ধরে লক্ষ্য করছি, আমার কোনও পারিবারিক পোস্টের পরেই যেন পাল্টা প্রচারণা শুরু হয়। কিন্তু আমি সেই অসুস্থ প্রতিযোগিতায় নেই। সম্মান নিজে অর্জন করতে হয়, অন্যকে ছোট করে নয়। এখন থেকে আমি শুধু নিজের কাজ, নিজের সন্তান ও নিজের দর্শকের জন্য সময় দিতে চাই।”

তিনি আরও লেখেন, কারও সঙ্গে পাল্লা দিয়ে আলোচনায় আসার ইচ্ছে আমার নেই। আমি নিজের জায়গাতেই স্বাচ্ছন্দ্যে আছি। যারা আমাকে ভালোবাসেন ও পাশে থাকেন তাদের প্রতি কৃতজ্ঞতা। আমি কখনোই আপনাদের বিশ্বাস ভাঙতে চাই না।”

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন #অপু বিশ্বাস #শবনম বুবলী