বিনোদন

শাকিব-বুবলীর সম্পর্ক এখন আরও পরিণত : চয়নিকা চৌধুরী

বিনোদন ডেস্ক

নির্মাতা চয়নিকা চৌধুরী শাকিব খান ও শবনম বুবলীর সম্পর্ক নিয়ে তার অনুভূতি প্রকাশ করেছেন। তিনি জানান, শাকিব-বুবলীর সম্পর্ক এখন আর "ফিরে আসা" নয় বরং, এটি হয়ে উঠেছে আরও শান্ত, পরিণত ও গভীর একটি ভালোবাসার মেলবন্ধন।

চয়নিকা তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, "কখনো কখনো জীবনে ফিরে আসাটা সবচেয়ে সাহসী কাজ। একবার যখন দু’টি আত্মা একসাথে মিশে যায় তখন সেটা আর 'ফিরে আসা' হয় না, সেটি হয় চিরস্থায়ী, ভালোবাসার অটুট বন্ধন।" 

তিনি আরও বলেন, শাকিব খান, শবনম বুবলী ও শেহজাদ খান বীরকে অনেক অভিনন্দন। এই বন্ধু দিবসে তাদের ছবি দেখে আনন্দে চোখে জল চলে আসল।  সত্যি, কি ভালো লাগছে!

চয়নিকা স্ট্যাটাসে উল্লেখ করেন, কিছু সম্পর্ক এমনই হয় যেখানে সময়, দূরত্ব কিংবা নীরবতা কিছুই তাকে থামিয়ে রাখতে পারে না। "তারা দুজনই হয়তো আলাদা মুখ, কিন্তু তাদের গল্প একটাই তারা শেহজাদ খান বীরের মা-বাবা। 

এই সম্পর্কটাই আসল সত্যি, আর এটি যে কত সুন্দর, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়," লেখেন চয়নিকা।

ছেলের জন্য বিশেষ শুভেচ্ছা জানিয়ে চয়নিকা লিখেন, স্পেশালি আমাদের বীরের জন্য শুভ কামনা। বাবা-মা মিলে তাকে যে সুন্দর স্মৃতি উপহার দিয়েছেন তা ছোট্ট বীরের মনেই থাকবে চিরকাল।  জীবনের অনেক কিছুই অনিশ্চিত, তবে এই ভালোবাসা তার জীবনে একটি অমূল্য উপহার হয়ে থাকবে।"

সবশেষে, শাকিব এবং বুবলী দুজনকেই ধন্যবাদ জানিয়ে চয়নিকা লেখেন, "এবার আর কোনও রেখা নয়, শুধুই অনন্ত মেলবন্ধন।  তোমাদের জন্য অনেক অভিনন্দন এবং প্রার্থনা, সদা সুখী এবং নির্ভয়ে থাকো, সংসারে যেন শান্তি থাকে।"

সেই স্ট্যাটাসে মন থেকে ধন্যবাদ জানিয়েছে বুবলীও। তিনি কমেন্ট বক্সে লিখেছেন, "আপুনি, আমি ভাষা হারিয়ে ফেলেছি।  তুমি এত সুন্দর করে কীভাবে লিখো? তুমি সত্যি অনেক ভালোবাসার একজন মানুষ। সবসময় দোয়া ও ভালোবাসা।"

এসকে// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #নির্মাতা চয়নিকা চৌধুরী #শাকিব খান #শবনম বুবলী