আপনি কি আপনার মুখের লোম তুলেন? প্রশ্নটা শুনলে হয়তো একটু চমকে উঠবেন। কেউ মুচকি হেসে বলবেন, “হ্যাঁ, নিয়ম করে তুলি।” কেউবা কাঁধ ঝাঁকিয়ে বলবেন, “না, আমি এসব করি না।” আবার কেউ দ্বিধায় পড়ে যাবেন “তুলবো কি তুলবো না?” আসলে মুখের লোম তোলা এখন আর লুকিয়ে করার কিছু নয়। বরং, এটা হয়ে উঠেছে নারীর আত্মবিশ্বাস, পরিচ্ছন্নতা আর নিজের প্রতি যত্ন নেওয়ার প্রকাশ।
আমরা সবাই চাই আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখলে একটা প্রশান্তি আসুক। ত্বকটা মসৃণ থাকলে মেকআপ বসে সুন্দরভাবে, নিজের ভেতর থেকেও আসে একধরনের ভালো লাগা। মুখের হালকা লোম গুলো হয়তো কারো কারো জন্য তেমন গুরুত্ব বহন করে না, কিন্তু কারও জন্য সেটা হয় অনাকাঙ্ক্ষিত। বিশেষ করে হরমোনজনিত কারণে যখন লোম বেশি ঘন হয়ে ওঠে, তখন তা অনেকের জন্য অস্বস্তির কারণ হয়।
তবে মুখের লোম তোলার সিদ্ধান্ত হওয়া উচিত একান্তই নিজের সচেতনভাবে, কারও চাপে নয়। পদ্ধতি তো অনেক আছে। তবে পছন্দটা নির্ভর করে আপনার ত্বক, আরামবোধ এবং বাজেটের ওপর।
লোম তোলার পর ত্বকের যত্ন -
১. ঠাণ্ডা পানি বা অ্যালোভেরা জেল লাগান
২. অন্তত ২৪ ঘণ্টা মেকআপ ও রোদ এড়িয়ে চলুন
৩. জীবাণুমুক্ত যন্ত্রপাতি ব্যবহার করুন
৪. সংক্রমণ বা লালচে ভাব হলে প্যাচ দিয়ে ঠাণ্ডা দিন, প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন.
অনেকেই মনে করেন মুখের লোম তোলা লজ্জার বিষয়। অথচ এটি একটি একান্ত ব্যক্তিগত পছন্দ। আপনি চাইলে তুলবেন, না চাইলে রাখবেন। এখানে সঠিক বা ভুল কিছু নেই। নিজের শরীর, নিজের নিয়মে এই হোক মূলমন্ত্র।
নিজেকে আয়নায় দেখলে আপনি যেন হাসতে পারেন, ত্বক ছুঁয়ে বলতে পারেন "হ্যাঁ, আমি নিজের যত্ন নিতে জানি।" মুখের লোম তোলা কি তার একটা অংশ হবে, নাকি নয় সেটা ঠিক করবেন আপনি। তবে যে পথই বেছে নিন, তা হোক নিজের ভালো লাগা থেকে, নিজের ভালোবাসা থেকে।
এসকে//