সপ্তাহজুড়ে টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে রাঙামাটির কাপ্তাই লেকের পানির উচ্চতা বিপৎসীমা অতিক্রম করায় কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট খুলে দেয়া হয়েছে।
সোমবার (০৪ আগস্ট) রাত ১২টায় প্রতিটি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেয়া হয়। ফলে বর্তমানে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই লেক থেকে কর্ণফুলী নদীতে প্রবাহিত হচ্ছে।
এই পানি মুক্তি কার্যক্রম কাপ্তাই হ্রদের জলস্তর নিয়ন্ত্রণ এবং আশপাশের এলাকার বন্যা ঝুঁকি কমানোর উদ্দেশ্যে নেয়া হয়েছে।
কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, রাত ১২টার আগে থেকেই হ্রদের পানির উচ্চতা ১০৮.০৫ ফুট অতিক্রম করে, যা বিপদসীমার ওপরে। তাই পরিস্থিতি মোকাবেলায় তাৎক্ষণিকভাবে ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিট সচল রয়েছে এবং এসব ইউনিটের মাধ্যমে আরও ৩২ হাজার কিউসেক পানি কর্ণফুলি নদীতে নিষ্কাশন হচ্ছে।
এই পানির প্রবল প্রবাহে হ্রদের আশপাশের নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দিয়েছে। প্লাবিত হয়েছে জেলার বেশ কিছু এলাকা।
এসি//