দক্ষিণী সুপারস্টার ধনুষের ব্যক্তিগত জীবন নিয়ে ফের শুরু হয়েছে নতুন গুঞ্জন। সম্প্রতি তার বিচ্ছেদের পর তিনি কি নতুন কোনও সম্পর্কের দিকে পা বাড়িয়েছেন? এই প্রশ্ন এখনো ঝুলে রয়েছে বিনোদন জগতে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, ‘সীতা রমন’ ছবির অভিনেত্রী ম্রুণাল ঠাকুর এবং ধনুষ একে অপরের হাত ধরে ঘনিষ্ঠভাবে কথা বলছেন। ১ আগস্ট ম্রুণালের জন্মদিনের অনুষ্ঠানেই এই দৃশ্যটি ধরা পড়ে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই বিনোদন পাড়ায় গুঞ্জন শুরু হয়েছে ধনুষ এবং ম্রুণাল কি একে অপরের প্রেমে পড়েছেন?
এছাড়া আরও একাধিক অনুষ্ঠানে দু'জনকে একসঙ্গে উপস্থিত থাকতে দেখা গেছে, যা আরও বেশি প্রশ্নের জন্ম দিয়েছে। সম্প্রতি মুক্তি পাওয়া ম্রুণালের ছবি ‘সন অফ সর্দার ২’ এর বিশেষ প্রদর্শনীতে ধনুষও উপস্থিত ছিলেন। ওই অনুষ্ঠানে ভিডিওতে তাদের একসঙ্গে ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখা গেছে। এরপর থেকে নেটিজেনদের মধ্যে আলোচনা চলছে, তাদের সম্পর্ক কি বন্ধুত্বের বাইরে কিছু নাকি এটি প্রেমের শুরু?
তবে সম্পর্কের জল্পনা আরও বেড়ে যায় কণিকা ঢিলোঁরের আয়োজিত এক পার্টিতে। এই পার্টিতে ধনুষের আসন্ন ছবি ‘তেরে ইশক মে’-এর জন্য আয়োজন করা হয়েছিল এবং সেখানে ম্রুণাল ও ধনুষ একসঙ্গে ছিলেন। সেই সময় তোলা ছবি ও ভিডিওগুলি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হলে তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন আরও তীব্র হয়ে ওঠে।
তবে এ পর্যন্ত ধনুষ বা ম্রুণাল দু’জনেই তাদের সম্পর্ক নিয়ে কোনও মন্তব্য করেননি।
প্রসঙ্গত, ২০২২ সালে ধনুষ ও তার স্ত্রী ঐশ্বরিয়া রজনীকান্তের বিচ্ছেদ ঘটে। ১৮ বছর একসঙ্গে থাকার পর তাদের সম্পর্কের ভাঙন ঘটেছিল।
এসকে//