আন্তর্জাতিক

কোনো সংস্থাকে পরমাণু স্থাপনাগুলোতে প্রবেশের অনুমতি দেবে না ইরান

আন্তর্জাতিক ডেস্ক

ইরান তার পরমাণু স্থাপনাগুলোতে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) বা অন্য কোনও আন্তর্জাতিক সংস্থার সরাসরি শারীরিক পরিদর্শন অনুমোদন করবে না, এমনটা সাফ জানিয়ে দিয়েছেন ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের চেয়ারম্যান ইব্রাহিম আজিজি।

সোমবার (০৪ আগস্ট) এক বিবৃতিতে আজিজি বলেন, “ইরানি পার্লামেন্টের আইন অনুযায়ী, পরমাণু স্থাপনাগুলোতে কোনও আন্তর্জাতিক সংস্থার শারীরিক প্রবেশাধিকার দেয়া সম্ভব নয়।” তিনি আইএইএ’র পরিদর্শন সংক্রান্ত যেকোনো গুজবও অস্বীকার করেন।

আজিজি আরও জানান, আইএইএ’র একটি প্রতিনিধিদল আগামী সপ্তাহে তেহরান সফর করবে।  তবে তাদের কার্যক্রম শুধুমাত্র কারিগরি এবং বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনার মধ্যেই সীমাবদ্ধ থাকবে।  সফরের সময় প্রতিনিধি দলটি শারীরিক পরিদর্শন করবে না, বরং প্রযুক্তিগত বিষয়গুলো নিয়ে আলোচনা করবে।

ইরানী আইন মেনে, ইরান আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে প্রযুক্তিগত সহযোগিতা চালিয়ে যাবে। পারস্পরিক মতবিনিময় ও বিভ্রান্তি দূর করার লক্ষ্য নিয়ে ইরান এসব আলোচনা চালিয়ে যাবে বলেও বলেন আজিজি। 

এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাইও জানিয়ে ছিলেন আইএইএ’র একটি কারিগরি প্রতিনিধি দল আগামী ১০ দিনের মধ্যে তেহরান সফর করবে।  তবে আজিজির বক্তব্যে পরিষ্কার হয়েছে যে, সফর শুধুমাত্র প্রযুক্তিগত আলোচনা কেন্দ্রিকই থাকবে।

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান #তেহরান