ভারতে বাংলাদেশি পর্যটক যাতায়াত না থাকায় গেল এক বছরে কলকাতার নিউ মার্কেট, ফ্রি স্কুল স্ট্রিট ও মারকুইস স্ট্রিটের বেশকিছু দোকান, হোটেল ও ট্রাভেল কোম্পানি বন্ধ হয়ে গেছে।
সোমবার (০৪ আগস্ট) দ্য টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকায় রাজনৈতিক পালাবদলের কারণে গেল এক বছরে কলকাতায় ১ হাজার কোটিরও বেশী রুপির ব্যাবসায়িক ক্ষতি হয়েছে। বাংলাদেশি টাকায় লেনদেন করা মানি এক্সচেঞ্জ ব্যবসা, প্রায় ৪০ শতাংশ ছোট ও মাঝারি রেস্তোরাঁ বন্ধ হয়ে গেছে। বাসায় রান্না করা খাবার সরবরাহকারী, হোমস্টে, ট্যুর গাইড ব্যবস্থা পুরোপুরি ভেঙে গেছে।