জুলাই সনদ ও ঘোষণাপত্রের দাবিতে টানা ৩২ ঘণ্টা ধরে শাহবাগ অবরোধ করে রেখেছিল ‘জুলাইযোদ্ধা সংসদ’ নামে একটি সংগঠন। তবে টানা ৩২ ঘণ্টা অবরোধের পর তাদেরকে ভুয়া আখ্যা দিয়ে শাহবাগ থেকে তাড়িয়ে দিয়েছে প্রকৃত জুলাই যোদ্ধা দাবিদার আর একটি গ্রুপ।
শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যা ৬টায় রাজধানীর শাহবাগে এ ঘটনা ঘটে। বর্তমানে এ রুটে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, জুলাইযোদ্ধা দাবি করে জনদুর্ভোগ সৃষ্টি করছিল ‘জুলাইযোদ্ধা সংসদ’। হঠাৎ করেই প্রকৃত জুলাই যোদ্ধা দাবি করে আর একটি গ্রুপ ঢুকে অবরোধকারীদের ব্যারিকেড ভেঙে দেয়। এরপর তাদের ‘ভুয়া’ জুলাইযোদ্ধা আখ্যা দিয়ে মারধর করতে গেলে তারা পালিয়ে যায়। এসময় পুলিশও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সহায়তা করে।
‘প্রকৃত’ জুলাই যোদ্ধা দাবি করে এক ব্যক্তি বলেন, “সরকার ইতোমধ্যে তারিখ ঘোষণ করেছেন। কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে জনদুর্ভোগ সৃষ্টি করে শাহবাগের মতো ব্যস্ত রাস্তা অবরোধ করে রেখেছে। এর ফলে জুলাই নিয়ে মানুষের কাছে আরও ক্ষোভ জন্মাচ্ছে। তাদেরকে গতকালও আমরা বলেছি। তারা আমাদের কথা রাখেনি।” এসময় তিনি জুলাই-আহত কার্ড বের করে দেখান ওই ব্যক্তি।
শাহবাগ অবরোধকারীদের একজন মো. ইয়াছিন বলেন, তার পিঠে পুলিশ পিটিয়েছে। পাশের হাসপাতাল থেকে একদল এসে আমাদের ওপর হামলা করে তাদের মঞ্চ ভেঙে দিয়েছে। তাদের মধ্যে কেউ কেউ আহত থাকলেও অধিকাংশ বাইরের। যারা তাদের আন্দোলনকে সফল হতে দিতে চায় না।
আব্দুর রহমান নামে আরেকজন বলেন, তারা ফুটপাথ ছেড়ে দিয়েছেন। সন্ধ্যার পর রাস্তা ছেড়ে দিয়ে শুধু অবস্থান কার্যক্রম চালিয়ে যেতেন। কিন্তু কিছু না বলে একটা গ্রুপ তাদের ওপর হামলা করে । হামলায় তাদের এক বোনের হাত ভেঙে গেছে বলেও তিনি দাবি করেন।
রমনা জোনের ডিসি মো. মাসুদ আলম বলেন, ‘বৃহস্পতিবার থেকে জুলাইয়ে আহতদের কথা বলে একাংশ শাহবাগে অবস্থান নিয়ে ব্লকেড করে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। তাদেরকে আমরা নানাভাবে রাত পর্যন্ত বুঝিয়েছি কিন্তু তারা সরেনি। সন্ধ্যায় জুলাই আন্দোলনে যারা প্রকৃত জুলাই যোদ্ধা তারা এসে বলছে, তাদের মানসম্মানহানি হচ্ছে এমন দাবি করে এক পক্ষ এসে আরেক পক্ষকে ধাওয়া দেয়। পুলিশ শুধু দুই পক্ষের মধ্যে যেন কোনো ধরনের সংঘাত না ঘটে সেজন্য সচেতন থেকে কাজ করে গিয়েছে। এখন বর্তমানে যানচলাচল স্বাভাবিক রয়েছে।’