বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ফ্যাসিবাদী সরকারের নিপীড়ন, গুম, খুন, দুঃশাসন থামাতে পারেনি আমাদের আন্দোলন। বরং শহীদদের আত্মত্যাগই আমাদের চলার পথ দেখিয়েছে ।
শুক্রবার (১ আগস্ট) দুপুর ১২টায় সিরাজগঞ্জ পৌর এলাকার মাছুমপুর গ্রামে ‘জুলাই-আগস্ট শহীদ সোহানুর রহমান রঞ্জু স্মৃতি স্তম্ভ’ উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, “এই মাটি শহীদের রক্তে সিক্ত। ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যে গণআন্দোলন হয়েছিল, তাতে যারা প্রাণ দিয়েছেন—তাদের আত্মত্যাগের মধ্যেই ভবিষ্যতের মুক্ত, গণতান্ত্রিক বাংলাদেশের পথচলা নিহিত। রঞ্জু, লতিফ, সুমনসহ শহীদ ১৪ জন আমাদের বিবেকের গর্জন, আমাদের ইতিহাসের গর্ব।”
শহীদ পরিবারের কষ্টের কথাও তুলে ধরেন টুকু। আবেগভেজা কণ্ঠে বলেন, “একটি পরিবার যখন তার সন্তান হারায়, সেই শূন্যতা কোনোদিনও পূরণ হয় না। আমরা পাশে দাঁড়াই, সহযোগিতা করি, কিন্তু পিতার স্নেহ বা ভাইয়ের মমতা—তা কি আর ফিরিয়ে দিতে পারি?”
তিনি বলেন, “পতিত ও নিষিদ্ধ আওয়ামী লীগ বারবার দেশকে অস্থিতিশীল করতে চায়। তাই আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে, যেন এই অপশক্তি আর কখনও ফিরে না আসতে পারে।”
এসময় শহীদ রঞ্জুর পরিবারের পাশে থেকে তাদের দেখভালের আহ্বান জানান তিনি এলাকাবাসীর প্রতি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ শামীম খান, জাহাঙ্গীর হোসেন ভুঁইয়া সেলিম প্রমুখ।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৪ আগস্ট ছাত্র-গণআন্দোলন ও গণঅভ্যুত্থানের উত্তাল দিনে সিরাজগঞ্জের রাজপথে যুবদলের সহ-সাধারণ সম্পাদক সোহানুর রহমান রঞ্জুকে আওয়ামী লীগের কর্মীরা গুলি করে ও কুপিয়ে হত্যা করে।
আই/এ