আন্তর্জাতিক

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের ২০ শতাংশ শুল্কারোপ

বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক ৩৫ শতাংশ থেকে ১৫ শতাংশ কমিয়ে ২০ শতাংশ করা নতুন এই হার স্থানীয় সময় শুক্রবার (১ আগস্ট) থেকে কার্যকর হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস।

ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র কেবল বাংলাদেশই নয়, আরও কয়েকটি দেশের ওপর ভিন্ন ভিন্ন হারে শুল্ক আরোপ করেছে। ভারতের পণ্যে শুল্ক দাঁড়িয়েছে ২৫ শতাংশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ফিলিপাইনের ওপর ১৯ শতাংশ, আফগানিস্তানে ১৫ শতাংশ, শ্রীলঙ্কা ও ভিয়েতনামে ২০ শতাংশ এবং মিয়ানমারের ওপর সর্বোচ্চ ৪০ শতাংশ শুল্ক বসানো হয়েছে।

এর আগে চলতি বছরের ২ এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈদেশিক বাণিজ্যে ঘাটতির কারণ দেখিয়ে বেশ কয়েকটি দেশের ওপর পাল্টা শুল্কের ঘোষণা দেন। ওই সময় বাংলাদেশের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল, যা আজ থেকে কার্যকর হওয়ার কথা ছিল। যুক্তরাষ্ট্রের ভাষ্য অনুযায়ী, তারা যে পণ্যে বাংলাদেশকে শুল্ক দিচ্ছে, তার হার ৭৪ শতাংশ — এই ভারসাম্যহীনতার প্রতিক্রিয়ায়ই পাল্টা ব্যবস্থা নেওয়া হয়েছে।

তবে এপ্রিলের ৯ তারিখে যুক্তরাষ্ট্র তিন মাসের জন্য এই শুল্ক কার্যকর স্থগিত রাখে এবং আলোচনার জন্য সময় দেয়। সেই আলোচনার তৃতীয় দফা অনুষ্ঠিত হয় ২৯ জুলাই থেকে, যেখানে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

তিন দিনব্যাপী ওই আলোচনার পর দুই দেশ এক যৌথ বিবৃতিতে শুল্ক হার পুনঃনির্ধারণের সিদ্ধান্ত ঘোষণা করে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #বাংলাদেশ #হোয়াইট হাউস #শুল্ক