আন্তর্জাতিক

যে কারণে রুশ তেল কেনা বন্ধ করলো ভারত

ভারতের রাষ্ট্রীয়ত্ত্ব তেল কোম্পানিগুলো গেলো সপ্তাহ থেকে রাশিয়া থেকে অপরিশোধিত তেল ক্রয় বন্ধ করেছে। রুশ তেলে ছাড় কমে যাওয়া ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির মধ্যে এমন খবর দিলো ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স।

বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক ভারত রাশিয়ার অপরিশোধিত তেলের সবচেয়ে বড় ক্রেতা।

প্রতিবেদনে বলা হচ্ছে, ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন চারটি প্রধান তেল পরিশোধন কোম্পানি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসি), হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন (এইচপিসিএল), ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসিএল) এবং ম্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যালস (এমআরপিএল) গত এক সপ্তাহে রাশিয়ান তেলের কোনও ক্রয়াদেশ দেয়নি

তবে আইওসি, এইচপিসিএল, বিপিসিএল, এমআরপিএল এবং ভারতের কেন্দ্রীয় জ্বালানি মন্ত্রণালয় এ বিষয়ে মন্তব্যের অনুরোধে কোনও সাড়া দেয়নি বলে জানিয়েছে রয়টার্স।

ভারতের বিভিন্ন তেল কোম্পানির তেল পরিশোধনের সক্ষমতা দৈনিক প্রায় ৫২ লাখ ব্যারেল। এর মধ্যে রাষ্ট্রীয় পরিশোধন কোম্পানিগুলোর ৬০ শতাংশেরও বেশি তেল পরিশোধন সক্ষমতা রয়েছে। যদিও দেশটির বেসরকারি তেল পরিশোধন কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ও নায়ারা এনার্জি রাশিয়ার তেলের সবচেয়ে বড় ক্রেতা।

 

এনএস/ 

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #রাশিয়া #ভারত