আন্তর্জাতিক

ছয় হাজার ত্রানবাহী ট্রাক ঢুকতে দিচ্ছে না ইসরাইলী বাহিনী

ইসরাইলী অবরোধের কারনে গাজায় দুর্ভিক্ষ চরম পর্যায়ে: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক

তীব্র খাদ্য ঘাটতির জন্য গাজার অধিকাংশ এলাকায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে। ইসরায়েলের অবরোধে এই দূর্ভিক্ষ সৃস্টি হয়েছে। বর্তমানে এই দুর্ভিক্ষ চরম পর্যায়ে পৌছেছে। এমন সতর্কতা জানিয়েছে জাতিসংঘের খাদ্য নিরাপত্তা সংস্থা।

পর্যবেক্ষক সংস্থাটি বলছে, দূর্ভিক্ষের কারনে গাজার মানুষ ব্যাপক পুষ্টিহীনতায় ভূগছে। নির্মম সংঘাত, গণবাস্তুচ্যুতি, মানবিক সহায়তার কঠোর সীমিতকরণ, স্বাস্থ্যসেবাসহ সব ধরনের অতি প্রয়োজনীয় ব্যবস্থা অকার্যকর হয়ে পড়েছে। উপত্যকায় সংকট ভয়ানক পর্যায়ে মোড় নিয়েছে।

গতকাল মঙ্গলবার (২৯ জুলাই) জাতিসংঘের ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্ল্যাসিফিকেশন (আইপিসি) নতুন এক প্রতিবেদনে এসব তথ্য জানায়।

সম্প্রতি গাজায় দেড় শতাধিক ফিলিস্তিনির মানুষ না খেয়ে মারা গেছেন। তাদের অধিকাংশই শিশু।

গেল ২ মার্চ থেকে গাজায় খাদ্য ও ত্রাণ সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। মিসর ও জর্ডান সীমান্তে শত শত ত্রাণবাহী ট্রাক অপেক্ষা করছে। সেসব ট্রাক গাজায় যেতে  দিচ্ছে না।

ফিলিস্তিনের শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ জানিয়েছে, তাদের ছয় হাজার ত্রাণবাহী ট্রাক সাড়ে চার মাসেরও বেশি সময় ধরে মিসর ও জর্ডানে অপেক্ষায় আছে। গাজায় প্রবেশের জন্য ইসরায়েলের অনুমতি চাইছে। 

আইপিসি বলছে, ‘জুলাইয়ের প্রথমার্ধে অপুষ্টির হার দ্রুত বেড়েছে। ২০ হাজারেরও বেশি শিশু চরম অপুষ্টির কারণে এপ্রিল থেকে জুলাইয়ের মাঝামাঝি সময়ে হাসপাতালে গেছে । তাদের মধ্যে তিন হাজারের বেশি শিশু গুরুতর অপুষ্টিতে ভুগছে। হাসপাতালগুলো থেকে পাঁচ বছরের কম বয়সী শিশুদের ক্ষুধাজনিত মৃত্যু হচ্ছে। গেল ১৭ জুলাই থেকে অনাহারে ১৬ শিশু মারা গেছে।’

এ অবস্থায় আইপিসি অবরোধের অবসান ঘটাতে ও মানবিক সাহায্যের নিরবচ্ছিন্ন প্রবেশ নিশ্চিতে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে।

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #জাতিসংঘ #গাজা #দুর্ভিক্ষ