ক্যাম্পাস

রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা

৩৪ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে এই ভোটগ্রহণ হবে।

সোমবার (২৮ জুলাই) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে তফসিল ঘোষণা করেন রাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আমজাদ হোসেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, ৩১ জুলাই নির্বাচনি আচরণবিধি প্রকাশ, ৬ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ, , ৮ ও ১২ আগস্ট ভোটার তালিকায় আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি হবে। ১৪ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ১৭ থেকে ১৯ আগস্ট মনোনয়নপত্র বিতরণ করা হবে। ২১, ২৪ ও ২৫ আগস্ট মনোনয়নপত্র দাখিল, ২৭ ও ২৮ আগস্ট মনোনয়নপত্র বাছাই করা হবে। ৩১ আগস্ট প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। ২ সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাহার ও ৪ সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে।

এরপর ১৫ সেপ্টেম্বর (সোমবার) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রত্যেক আবাসিক হলে ভোট গ্রহণ হবে। ভোটগ্রহণ শেষে ওই দিনই ফল ঘোষণা করা হবে।

রাকসু নির্বাচনের প্রধান কমিশনার আমজাদ হোসেন জানান, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করার বিষয়ে তারা বদ্ধপরিকর। ইতোমধ্যে তারা সব প্রস্তুতি সম্পন্ন করেছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #রাকসু