শিক্ষা

রাবিতে আওয়ামীপন্থি ডিনদের অফিসে তালা

রাজশাহী প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আওয়ামী লীগ–সমর্থিত কয়েকজন ডিনের কার্যালয়ে তালা ঝুলিয়েছে শিক্ষার্থীরা। রোববার (২১ ডিসেম্বর) দুপুরে রাকসুর নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা ডিনস কমপ্লেক্সে গিয়ে এসব দপ্তর বন্ধ করে দেন।

শিক্ষার্থীদের অভিযোগ, মেয়াদ শেষ হয়ে গেলেও ছয়জন আওয়ামীপন্থি ডিন এখনো নিজ নিজ পদে বহাল রয়েছেন, যা নৈতিকতা ও জুলাই আন্দোলনের চেতনার পরিপন্থী।

কর্মসূচির সময় ডিনস কমপ্লেক্সের সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন। এসময় শিক্ষার্থীরা দ্রুত এসব ডিনের অপসারণ দাবি করে।

রাকসুর সংস্কৃতি বিষয়ক সম্পাদক জায়িদ হাসান জোহা বলেন, “আমরা চাই না আওয়ামী ফ্যাসিবাদ আবার ক্যাম্পাসে ফিরে আসুক। সংশ্লিষ্ট ডিনদের মেয়াদ শেষ হওয়ার আগ পর্যন্ত আমরা নীরব ছিলাম। কিন্তু মেয়াদ শেষের পরও তারা পদ আঁকড়ে ধরে থাকাটা জুলাই বিপ্লবের সঙ্গে বিশ্বাসঘাতকতা।”

এ বিষয়ে রাবির সিনেট সদস্য আকিল বিন তালেব বলেন, “জুলাই পরবর্তী সময়ে ক্যাম্পাসে পরিবর্তনের যে প্রত্যাশা ছিল, প্রশাসনের পক্ষ থেকে তার প্রতিফলন আমরা দেখিনি। নিরাপত্তাসহ নানা বিষয়ে বারবার বললেও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। প্রকাশ্য দিবালোকে হাদি ভাইয়ের হত্যাকাণ্ড আমাদের গভীরভাবে আলোড়িত করেছে। এসব ঘটনার পেছনে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সংশ্লিষ্টতা আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি।”

উল্লেখ্য, গেল ১৭ ডিসেম্বর সংশ্লিষ্ট ডিনদের মেয়াদ শেষ হয়। এ বিষয়ে রাবি রেজিস্ট্রার ভর্তি পরীক্ষা সামনে থাকায় নতুন করে ডিন নির্বাচন এখন সম্ভব নয় বলে মন্তব্য করেন। এক বছর রাখা গেলে আরও কিছুদিন রাখায় সমস্যা নেই—এমন বক্তব্যে শিক্ষার্থীদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়।

এরপর রাকসু সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার ডিনদের পদত্যাগের আল্টিমেটাম দেন। তারই ধারাবাহিকতায় রোববার ডিনদের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা।

 

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #রাজশাহী বিশ্ববিদ্যাল #রাবি