দেশজুড়ে

বৈরি আবহাওয়ায় আবারও মেরিন ড্রাইভে ভাঙন, বন্ধ সেন্টমার্টিন রুট

কক্সবাজার প্রতিনিধি

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগরের ঢেউয়ে আবারও ভাঙনের কবলে পড়েছে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ। একই সঙ্গে বন্ধ রয়েছে সেন্টমার্টিনের সঙ্গে সকল প্রকার নৌ যোগাযোগ।

শুক্রবার (২৫ জুলাই) সকালে টেকনাফের সাবরাং ইউনিয়নের বাহারছড়া ঘাট থেকে জিরো পয়েন্ট পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার এলাকায় অন্তত ১০টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

আবহাওয়া অফিস জানায়, নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় ঘণ্টায় ৪০৫০ কিলোমিটার বেগে দমকা-ঝোড়ো হাওয়া বইছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া অমাবস্যা ও নিম্নচাপের প্রভাবে ১৩ ফুট উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে।

স্থানীয়রা জানান, ভাঙনে অন্তত দুই হাজার পরিবার ঝুঁকিতে রয়েছে এবং চাষাবাদের জমিতেও হুমকি তৈরি হয়েছে। এর আগে ২০২৩ সালের আগস্ট ও চলতি বছরের মে মাসেও একই এলাকায় ভাঙন দেখা দিয়েছিল।

এদিকে টেকনাফসেন্টমার্টিন নৌপথে সব ধরনের যাত্রীবাহী জাহাজ চলাচল বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। মহেশখালী ও কুতুবদিয়া দ্বীপে নৌযাত্রায় বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। আবহাওয়া অফিস বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ দিয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন জানিয়েছেন, মেরিন ড্রাইভ ভাঙ্গনের বিষয়টি জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #মেরিন ড্রাইভ #সেন্টমার্টিন