জাতীয়

উত্তরায় বিমান দুর্ঘটনা

বার্ন ইনস্টিটিউটে চিকিৎসারতদের অবস্থা জানালেন পরিচালক

রাজধানীর উত্তরার মাইলস্টোন ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটে এখন পর্যন্ত ভর্তি আছেন ৪০ জন। তাদের মধ্যে সংকটাপন্ন রোগী আছেন পাঁচ জন।

শুক্রবার (২৫ জুলাই) বিকেলে সাড়ে ৫টায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেনএই মুহূর্তে বার্ন ইনস্টিটিউটে পাঁচ জন ক্রিটিক্যাল রোগীর পাশাপাশি সিভিয়ার গ্রুপে আছে ১০ জন। আর ইন্টারমিডিয়েট পর্যায়ে আছে ২৫ জন। ২৫ জনের মধ্যে ১৫ জনকে আমরা কেবিনে শিফট করেছি। একটি ভালো খবর হলো, যারা ভেন্টিলেশনে আছেন তাদের মধ্যে দুজন সজাগ আছেন এবং নিজেরা নিশ্বাস নিতে পারছেন। যদিও আমরা দুজনকে হারিয়েছি, কিন্তু কাল থেকে আজকের মধ্যে এই উন্নতির জায়গাটা আমরা পেয়েছি।

ভারপ্রাপ্ত পরিচালক বলেন, ‘আজকের দিনটা ভালো মতো দেখে আগামীকাল (শনিবার) আমাদের প্ল্যান আছে যে চার থেকে পাঁচ জন রোগীকে আমরা ছুটি দিয়ে দিবো। পরবর্তী সময়ে আরও কিছু সংখ্যক রোগীকে ছুটি দিতে পারবো বলে আমরা আশাবাদী।

আই/এ

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #মাইলস্টোন