রাজধানী

বাড়ি ফিরলো মাইলস্টোন দুর্ঘটনায় আহত তিন শিক্ষার্থী

বায়ান্ন প্রতিবেদন

রাজধানীর দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্তে দগ্ধ তিন শিক্ষার্থী দেড় মাসের চিকিৎসার পর অবশেষে বাড়ি ফিরেছেন। আহত শিক্ষার্থীর হলো-আলভীরা, সামিরা ও নুসরাত। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে তাদের ছাড়পত্র দেয়া হয়েছে।

বিষয়টি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান  নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২১ জুলাই দুর্ঘটনায় তারা দগ্ধ অবস্থায় ভর্তি হন। এখন সুস্থ অবস্থায় বাড়ি ফিরেছেন।  এ পর্যন্ত ২৩ শিক্ষার্থী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। এখনও ১৩ শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন, যাদের সার্বক্ষণিক চিকিৎসা চলছে।

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন #বিমান দুর্ঘটনা #মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ