স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ২৮০

দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গেল ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২৮০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে। এছাড়া ২৮০ জন নতুন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এর মধ্যে বরিশাল অঞ্চলেই সর্বোচ্চ ৬৬ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকার বিভিন্ন হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ৫৪ জন, ঢাকার বাইরের বিভাগীয় এলাকায় আরও ৪৪ জন, চট্টগ্রামে ৪৫ জন, রাজশাহীতে ৩৯ জন, খুলনায় ২৫ জন, ময়মনসিংহে ৩ জন এবং রংপুরে ৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন।

চলতি বছরে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৭০ জনে, আর আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ৬২৫ জন।

 

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ডেঙ্গু #ডেঙ্গু আক্রান্ত #ডেঙ্গু রোগী