দেশজুড়ে

মাইলস্টোন শিক্ষার্থী সামিউলের দাফন সম্পন্ন

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকা উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী সামিউল করিমের দাফন সম্পন্ন হয়েছে। 

মঙ্গলবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টায় বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চাঁনপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল স্কুল মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে চাঁনপুর ইউনিয়নের দেশখাগকাটা গ্রামে তার নানা বাড়িতে দাফন করা হয়।

সামিউল মাইলস্টোন স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। তার বাবা রেজাউল করিম শামীম ঢাকার একজন ব্যবসায়ী, এবং মা রেশমা বেগম মেহেন্দিগঞ্জের মোস্তফা কামাল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। পরিবারে তার ছোট ভাই-বোন ছিল। রেজাউল করিমের বাড়ি মেহেন্দিগঞ্জের রুকন্দি গ্রামে। তবে সেটি নদীভাঙনে বিলীন হয়ে গেছে।

সামিউলের মরদেহ যখন গ্রামে পৌঁছালে স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন। জানাজার সময় বাবা রেজাউল করিম আবেগে আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন এবং তিনি সকলের কাছে তার সন্তানের জন্য দোয়া চান।

এসকে//

এ সম্পর্কিত আরও পড়ুন #মাইলস্টোন শিক্ষার্থী #দাফন সম্পন্ন