আন্তর্জাতিক

ভিয়েতনামে বজ্রঝড়ে নৌকাডুবি, নিহত ৩৭

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

ভিয়েতনামের জনপ্রিয় হা লং বে-তে ভয়াবহ বজ্রঝড় এবং শিলাবৃষ্টির মাঝে একটি পর্যটকবাহী নৌকা ডুবে গেছে, যার ফলে ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও অনেক যাত্রী নিখোঁজ রয়েছেন। স্থানীয় সময় অনুযায়ী, শনিবার (১৯ জুলাই) বিকেল ২টার দিকে এ ঘটনা ঘটে। 

নৌকায় ৫৩ জন আরোহী ছিলেন। যাদের মধ্যে ৪৮ জন যাত্রী এবং ৫ জন নৌকাকর্মী। যাত্রীদের বেশিরভাগই ছিলেন হ্যানয় শহর থেকে আগত পর্যটক এবং তাদের মধ্যে ২০ জনেরও বেশি শিশু ছিল। 

বিষয়টি দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করেছে। 

এক প্রত্যক্ষদর্শী জানান, দুপুরের পর আকাশ অন্ধকার হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হয় তীব্র ঝড়, বজ্রপাত এবং আঙুলের সমান বড় শিলাবৃষ্টি। এ পরিস্থিতির মধ্যে নৌকাটি উল্টে যায় এবং পানিতে তলিয়ে যায়।

উদ্ধার অভিযানে অংশগ্রহণ করা সীমান্ত রক্ষীরা জানিয়েছেন, তারা এখন পর্যন্ত ১১ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন এবং ৩৪ জনের মরদেহ উদ্ধার করেছেন। এক ১০ বছরের শিশুর বর্ণনায় জানা গেছে, তিনি পানির নিচে সাঁতরে একটি ফাঁক দিয়ে বাইরে বেরিয়ে আসেন এবং পরে সেনা সদস্যরা তাকে উদ্ধার করেন। এদিকে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে এখনও ৮ জন নিখোঁজ রয়েছেন। উদ্ধার কাজ অব্যাহত রয়েছে এবং রাতেও অভিযান চলতে থাকবে।

ভিয়েতনামের আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রের পরিচালক মাই ভান খিয়েম জানিয়েছেন, সম্প্রতি হওয়া বজ্রঝড়টি দক্ষিণ চীন সাগরে অবস্থানরত ট্রপিকাল স্টর্ম উইফারের সাথে সম্পর্কিত নয়। তিনি আরও উল্লেখ করেছেন যে, গেল তিনদিন ধরে অঞ্চলে তীব্র তাপপ্রবাহ চলছে এবং তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছেছে।

প্রসঙ্গত, হা লং বে একটি ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং ভিয়েতনামের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র। প্রতিবছর লাখ লাখ পর্যটক এখানে আসেন। তাদের কাছে এখানকার সবুজ জলরাশি এবং চুনাপাথরের দ্বীপপুঞ্জ এক বিশেষ আকর্ষণ হয়ে দাঁড়ায়।

সূত্র: বিবিসি, গালফ নিউজ

এসকে// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #হা লং বে #ভিয়েতনাম