আন্তর্জাতিক

ইরাকে শপিং মলে আগুনে নিহত বেড়ে ৬৯

আন্তর্জাতিক ডেস্ক

ইরাকের কুত শহরের একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে  ৬৯ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। এছাড়া নিখোঁজ রয়েছেন ১১ জন।

নিহতদের মধ্যে বেশিরভাগই দম বন্ধ হয়ে মারা যান বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এখন পর্যন্ত ১৪ জনের পরিচয় শনাক্ত করা যায়নি।

বৃহস্পতিবার (১৭ জুলাই)  ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অগ্নিকাণ্ডের সময় বহু মানুষ ভবনের ভেতরে আটকা পড়ে যান। সিভিল ডিফেন্স সদস্যরা সেখানে পৌঁছে অন্তত ৪৫ জনকে জীবিত উদ্ধার করেন। শপিং সেন্টারটি মাত্র এক সপ্তাহ আগে চালু হয়েছিল। ভবনটিতে একটি রেস্তোরাঁ ও সুপারমার্কেটও ছিল।

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ও ছবিতে দেখা গেছে, পুরো ভবনটি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। অনেকেই এখনও নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে ইরাকি সরকারি বার্তা সংস্থা।

ঘটনার পর তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যেই তদন্তের প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রাদেশিক গভর্নর মোহাম্মদ আল-মাইয়্যেহ।

ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি ঘটনার তদন্তে স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা যেন না ঘটে, সে ব্যাপারে পদক্ষেপ নিতে বলেছেন।

উল্লেখ্য, ইরাকে আগুনের ঘটনা নতুন নয়। দুর্বল ভবন কাঠামো ও নিরাপত্তার অভাবে আগেও এমন ট্র্যাজেডি ঘটেছে। ২০২১ সালে নাসিরিয়া শহরের একটি হাসপাতালে আগুনে ৬০ জনের বেশি মানুষ মারা যান। এবং ২০২৩ সালে একটি বিয়ের অনুষ্ঠানে আগুনে মারা যান ১০০ জনেরও বেশি।

 

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরাক #আগুন #অগ্নিকাণ্ড #শপিং মলে আগুন