সীমান্তে অনুপ্রবেশ, মাদক পাচার ও চোরাচালান ঠেকাতে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন বিজিবির রংপুর রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এসএম জাহিদুর রহমান।
মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ী সীমান্ত ফাঁড়ির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এই ফাঁড়িটি নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধীনে পরিচালিত হবে।
ব্রিগেডিয়ার জেনারেল জাহিদুর রহমান বিজিবি সদস্যদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়ে বলেন, সীমান্তে শুধু নিরাপত্তা নয়, মাদক, অবৈধ অস্ত্র ও অন্যান্য চোরাচালান প্রতিরোধেও কঠোর অবস্থান নিতে হবে।
পরে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে এবং নামফলক উন্মোচনের মাধ্যমে নতুন সীমান্ত ফাঁড়ির উদ্বোধন করেন রিজিয়ন কমান্ডার। তিনি জাতীয় পতাকা উত্তোলন, গার্ড অব অনার গ্রহণ এবং বিওপি প্রাঙ্গণে একটি কমলা গাছের চারা রোপণ করেন। এসময় দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়ায় অংশ নেন তিনি।
অনুষ্ঠানে বিজিবির ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার গোলাম রব্বানী, ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শেখ মোহাম্মদ বদরুদ্দোজাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমএ//