বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তারেক রহমান আজকের বাংলাদেশে গণতন্ত্রের ‘ধ্রুবতারা’। তার নেতৃত্বেই জুলাই-আগস্টে ছাত্র ও জনতার আন্দোলন বেগবান হয়েছে। এই আন্দোলন প্রমাণ করে, তারেক রহমানের ওপরই দেশের জনগণ আস্থা ও বিশ্বাস রাখে। ফলে তাকে নিয়ে অশালীন মন্তব্য বা কটাক্ষ করা রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থী এবং তাতে জনরোষের মুখে পড়তে হতে পারে।
মঙ্গলবার (১৫ জুলাই) কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত ‘জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শহীদ পরিবারের সহায়তা প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
রিজভী আরও বলেন, “গত ১৬ বছর ধরে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে যে গণতন্ত্রের ভিত্তি তৈরি হয়েছে, সেই ভিত্তির ওপর দাঁড়িয়েই আজকের আন্দোলন সাফল্য পেয়েছে। আপনারা যখন অপপ্রচার আর বিভ্রান্তি ছড়াতে ব্যস্ত, তখন বিএনপি শহীদ পরিবারের পাশে দাঁড়িয়ে মানবতার হাত বাড়িয়েছে।”
তারেক রহমান ও বিএনপিকে ঘিরে অপপ্রচার নিয়ে হুঁশিয়ারি দিয়ে রিজভী বলেন, “তারেক রহমান এবং বিএনপিকে নিয়ে অপপ্রচার বন্ধ না করলে এর পরিণতি ভালো হবে না। যারা রাজনৈতিক বিদ্বেষ ছড়াচ্ছেন, তাদের মনে রাখা উচিত—জনগণ বিএনপির পাশে আছে। যদি কারও ওপর কোনো বিপদ নেমে আসে, তার দায় তারা নিজেরাই বহন করবে।”
ইসলামের প্রতি বিএনপির অবিচল অবস্থানের কথা তুলে ধরে তিনি বলেন, “আজ কিছু ইসলামী দল জিয়াউর রহমানের অনুগ্রহে রাজনীতির সুযোগ পেয়েছে। তবে ইসলামের নামে সুযোগ সন্ধান করছে তারা। মানুষ জানে, ইসলামের জন্য যারা প্রকৃতপক্ষে কাজ করেছে, তারা বিএনপি।”
তিনি আরও বলেন, “বর্তমানে ইউটিউব ও সামাজিক মাধ্যমে এআই প্রযুক্তি ব্যবহার করে নানা মিথ্যাচার ও বিভ্রান্তিমূলক কনটেন্ট ছড়ানো হচ্ছে। আমাদের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছি—এই ধরনের উসকানিতে পা দেওয়া যাবে না।”
রিজভী জানান, নানা সংকট সত্ত্বেও বিএনপি এখনো ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারের প্রতি সমর্থন অব্যাহত রেখেছে। তিনি বলেন, “ড. ইউনুস শেখ হাসিনার মতো বিদেশে অর্থ পাচারের সঙ্গে জড়িত নন। তাই আমরা মনে করি, সরকারকে জনগণের সেন্টিমেন্ট বুঝে রমজানের আগেই নির্বাচন আয়োজন করা উচিত।”
অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলার ১০ শহীদ পরিবারের সদস্যদের হাতে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা তুলে দেন রিজভী। এছাড়া বিএনপির কেন্দ্রীয় নেতা আতিকুর রহমান রুমন, কুড়িগ্রাম জেলা আহ্বায়ক মোস্তাফিজার রহমান, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদসহ জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতারা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
বিএনপি নেতারা জানান, শহীদ পরিবারগুলোর পাশে থেকে তাদের প্রতি সহানুভূতি ও দায়িত্ববোধ থেকেই এ সহায়তার উদ্যোগ নেয়া হয়েছে।
এসি//