আন্তর্জাতিক

রাশিয়াকে ৫০ দিনের আলটিমেটাম দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়া যদি আগামী ৫০ দিনের মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধে কোনো শান্তি চুক্তিতে না আসে, তাহলে যুক্তরাষ্ট্র রুশ পণ্যের ওপর১০০ শতাংশ সেকেন্ডারি ট্যারিফ আরোপ করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে ইউক্রেনকে আরও উন্নত অস্ত্র সরবরাহের ঘোষণাও দিয়েছেন তিনি।

সোমবার (১৪ জুলাই) হোয়াইট হাউসে ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রেসিডেন্ট ট্রাম্প। 

এ সময় তিনি বলেন, “আমরা অত্যাধুনিক অস্ত্র তৈরি করছি এবং সেগুলো দ্রুত ন্যাটোকে সরবরাহ করা হবে। এই অস্ত্রের মধ্যে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমসহ আরও সামরিক সরঞ্জাম থাকবে, যা ইউক্রেন জরুরিভাবে চেয়েছে।”

মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, শুধু রাশিয়া নয়—যেসব দেশ রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যাচ্ছে, বিশেষ করে ভারত, চীন কিংবা যারা রুশ জ্বালানি কিনছে—তাদেরকেও এই কঠোর অর্থনৈতিক শাস্তির মুখে পড়তে হবে। লক্ষ্য একটাই, রাশিয়ার যুদ্ধ তহবিলে আঘাত হানা।

ট্রাম্প বলেন, “পুতিন অনেক বিশ্বনেতাকে বোকা বানিয়েছেন—ক্লিনটন, বুশ, ওবামা, বাইডেন—তবে আমাকে নয়। তিনি শান্তির কথা বললেও, বাস্তবে যুদ্ধের আগুন ছড়িয়েছেন।”

ট্রাম্পের এই অবস্থান তার প্রেসিডেন্ট হিসেবে প্রথম দিককার অবস্থানের সঙ্গে বিপরীত। তখন তিনি ব্যক্তিগত সম্পর্ক কাজে লাগিয়ে রুশ প্রেসিডেন্ট পুতিনকে শান্তির পথে আনার চেষ্টা করেছিলেন। তবে এখন তিনি নিজের কণ্ঠে কড়া বার্তা দিচ্ছেন—যুদ্ধ বন্ধ না হলে রাশিয়াকে চরম মূল্য দিতে হবে।

ন্যাটো মহাসচিব মার্ক রুটে এ সময় বলেন, “এবার ইউরোপ ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছে। জার্মানি, ফিনল্যান্ড, ডেনমার্ক, সুইডেন, নরওয়ে, নেদারল্যান্ডস ও কানাডা—সবাই এই প্রচেষ্টায় যুক্ত হতে চায়।”

সূত্র: আল জাজিরা

 

এসি//

 

 

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #রাশিয়া #ট্রাম্প #পুতিন