যুক্তরাজ্যের ইংল্যান্ডের এসেক্স কাউন্টির সাউথএন্ড বিমানবন্দরে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়েছে একটি ছোট যাত্রীবিমান। স্থানীয় সময় রোববার (১৩ জুলাই) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
এসেক্স পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনাস্থলে জরুরি সেবা সংস্থার সদস্যরা উপস্থিত রয়েছেন এবং উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত তারা সেখানে অবস্থান করবেন বলে জানানো হয়।
বিধ্বস্ত হওয়া বিমানটি ছিল বিচক্র্যাফট বি ২০০ মডেলের, যা সর্বোচ্চ ৯ জন যাত্রী এবং ২ জন পাইলট পরিবহনে সক্ষম। বিমানটি নেদারল্যান্ডসের উদ্দেশে যাত্রা করেছিল। তবে এতে ঠিক কতজন আরোহী ছিলেন, বা কেউ আহত কিংবা নিহত হয়েছেন কি না সে বিষয়ে এখনও নিশ্চিত কোনও তথ্য দেয়নি পুলিশ।
দুর্ঘটনার পরপরই বিমানটিতে ভয়াবহ আগুন ধরে যায় এবং বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে পড়ে এর ধ্বংসাবশেষ। পুরো এলাকা ঘন কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এসেক্স কাউন্টি ফায়ার সার্ভিস।
এদিকে দ্য ইস্ট অব ইংল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, তারা ঘটনাস্থলে চারটি অ্যাম্বুলেন্স এবং একটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছে।
ঘটনার তাৎক্ষণিক প্রভাব হিসেবে সাউথএন্ড বিমানবন্দর কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য বিমানবন্দরটি বন্ধ ঘোষণা করেছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সেখানে সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
এসকে//