আন্তর্জাতিক

সড়ক দুর্ঘটনায় অস্ট্রেলিয়ায় বাংলাদেশি শিক্ষার্থী নিহত

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলীয় ফ্লুরিউ অঞ্চলের ইয়ানকালিলা এলাকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশের শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহতের নাম সৈয়দ প্রত্যয় (২০)।  শুক্রবার (১১ জুলাই) রাত সাড়ে তিনটার দিকে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পড়ে এ ঘটনা ঘটে। 

তাদের স্থায়ী বাড়ি টাঙ্গাইলে হলেও বর্তমানে তারা ঢাকায় বসবাস করছেন।

পুলিশ জানায়, প্রত্যয় তার দুই বন্ধু এবং চালক একটি মাজদা গাড়িতে করে যাত্রা করছিলেন। গাড়ির সামনে হঠাৎ একটি ক্যাঙারু চলে আসায় চালক সড়ক থেকে বের হয়ে গাড়ি নিয়ন্ত্রণ হারান। এতে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন প্রত্যয়। 

অন্যদিকে, তার দুই বন্ধু গুরুতর আহত হন। বর্তমানে তারা হাসপাতালে ভর্তি আছে। তারা দুজনই বিদেশি শিক্ষার্থী।

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন #অস্ট্রেলিয়া #সড়ক দুর্ঘটনা #বাংলাদেশের শিক্ষার্থী নিহত