জুলাই আন্দোলনের প্রতীক রংপুরের আবু সাঈদ হত্যাকাণ্ডে আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তার হওয়া রাফিউল ও আনোয়ারকে আগামী ২২ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ হাজির করার নির্দেশ দিয়েছেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ।
রোববার (১৩ জুলাই) এ আদেশ দেন আদালত।
এছাড়া মামলার পলাতক ২৪ আসামির বিষয়ে নতুন নির্দেশ দিয়েছেন আদালত। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. হাসিবুর রহমানসহ পলাতকদের নাম উল্লেখ করে সাত দিনের মধ্যে জাতীয় দুটি দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে আবু সাঈদ হত্যায় তৎকালীন ভিসি হাসিবুরসহ ৩০ জনের বিরুদ্ধে প্রমাণ পাওয়ায় তদন্ত শেষ করে ট্রাইব্যুনালে প্রতিবেদন দাখিল করা হয়। গত বছরের ১৬ জুলাই কোটা বিরোধী আন্দোলনের সময় রংপুরে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ।
এদিকে আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় পলাতক সাবেক এমপি সাইফুল ইসলামসহ ৮ জনের বিরুদ্ধে পরোয়ানা ফেরত দিতে দু’দিনের সময় চেয়েছে ট্রাইব্যুনাল। সেই সঙ্গে আগামী ১৬ জুলাই পলাতকদের বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। একই দিন এ বিষয়ে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।
গত ২ জুলাই আশুলিয়ায় গণহত্যা ও ৬ জনের লাশ পোড়ানোর মামলায় ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সঙ্গে ওইদিন পলাতক সাবেক এমপি সাইফুলসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
আলোচিত এ মামলার আসামিরা হলেন- সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফি, আশুলিয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ (রনি), ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরের সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন, আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক আবদুল মালেক, সাবেক উপপরিদর্শক আরাফাত উদ্দীন, সাবেক উপপরিদর্শক শেখ আবজালুল হক, সাবেক উপপরিদর্শক বিশ্বজিৎ সাহা, সাবেক উপপরিদর্শক কামরুল হাসান ও সাবেক কনস্টেবল মুকুল চোকদার।
মামলার তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ৫ আগস্ট বিকেল ৩টার দিকে আশুলিয়া থানার সামনে প্রকাশ্যে গুলি চালিয়ে পাঁচজনকে হত্যা করা হয়। একই ঘটনায় আরও একজন গুরুতর আহত হন। গুলিবিদ্ধ ছয়জনকে প্রথমে একটি ভ্যানে তোলা হয়। এরপর সেখান থেকে তাদের পুলিশি গাড়িতে স্থানান্তর করা হয়। কিন্তু সেই গাড়িতেই—জীবিত এক ব্যক্তিসহ সবাইকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়।
ঘটনাস্থলে শহিদ হন সাজ্জাদ হোসেন (সজল), আস সাবুর, তানজীল মাহমুদ সুজয়, বায়েজিদ বুসতামি ও আবুল হোসেন। নিহতদের মধ্যে একজনের এখনো পরিচয় শনাক্ত হয়নি।
এসি//